১। প্রযোজ্য ক্ষেত্র ছাড়া সব ইংরেজিতে পূরণ করতে হবে
২। প্রতি ফরম এ প্রবেশ এর জন্য সঠিক রোল আইডি এবং এস এস সি রোল নম্বর প্রদান করুন। আপনার নাম কিংবা রোল নম্বর প্রদর্শিত হলেই কাজ শুরু করবেন।
৩। প্রতি ফরম এ কনফার্ম এর পূর্বে দেখে তথ্যের নির্ভুলতা যাচাই করে নিবেন, একবার কনফার্ম হয়ে গেলে তা মডিফাই করার সুযোগ নেই।
৪। প্রতি ফরম এ কনফার্ম এর পর পরবর্তী ধাপ এ চলে যান।
৫। সব ফরম পূরণ শেষে প্রোফাইল প্রিন্ট করুন, লক্ষ্য করে দেখবেন, প্রিন্ট প্রোফাইল এ কোন অংশ অপূর্ণ আছে কি না? ফরম ২ বা ইমেজ আপলোড বাকি থাকলে এই পেজ টি থেকে সেখানে যেতে পারবেন।
৬। ফরম পূরণ সঙ্ক্রান্ত যে কোন জটিলতায় নিচের হেল্প লাইন এ কল করতে পারবেন।
৭। যে কোন স্মার্ট ফোন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে এন্ট্রি দেয়া যাবে।
৮। ২৭ সেপ্টেম্বর এর মধ্যে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল প্রিন্ট কলেজে জমা দেয়ার প্রয়োজন নাই, তবে ভবিষ্যৎ অনুসন্ধান এর জন্য ১ কপি ছাত্রী নিজের কাছে রেখে দিতে পারে।
৯। যারা এরই মধ্যে প্রোফাইল তৈরি করেছে তাদের আর নতুন করে করার দরকার নাই।
১০। প্রতিটি ধাপে অবশ্যই ৮ ডিজিটের সঠিক রোল আইডি (১ম তিন ডিজিট 201 এবং পরের পাঁচ ডিজিট তোমার ক্লাস রোল) দিতে হবে। প্রয়োজন হলে https://www.manikgonjmohilacollege.edu.bd/welcome_roll.php এখান থেকে তোমার রোল আই ডি নিশ্চিত হয়ে নিবে।
১০। ফরম ২ থেকে কাজ শুরু করুন ।
স্টুডেন্ট প্রোফাইল প্রিন্ট করুন (ফরম-২ এবং ইমেজ আপলোড হলেই সকল তথ্য প্রদর্শিত হবে)
Contact Support Center Below in case of any problem during insert information
স্টুডেন্ট প্রোফাইল সংক্রান্ত যে কোন জটিলতায় যোগাযোগ করুন নিচের নম্বরগুলোয় যোগাযোগ করতে পারবেন
০১৬৮৮১৯৯৬৬